বিবিধ

সান্তাহারের কিছু ঐতিহ্যবাহী ভাষা

language santahar

সান্তাহারের কিছু ঐতিহ্যবাহী ভাষা। এগুলোর বেশিরভাগই (প্রায় ৮০%) এখন বিলুপ্তির পথে। হয়তো আমাদের পরের প্রজন্ম এগুলোর কিছুই জানবে না।

What are you eating?
কি খাচ্চু রে?
Come to our home.
হামাকে বাড়িত আয় ।
What are you searching at dark?
আন্দারত কি হাস্তাচ্চু ?
How has the glass broken?
গিলাস ক্যাংক্যারা ভাংলো ?
My body got wet by heat.
গরমে হামার গাও ঘুপা গেচে ।
I fell very bad in my mind.
হামার মন হেবি খারাপ ।
Please bring the pot of curd.
দইয়ের খ্যাবল্যা লিয়াই তো ।
He can’t understand what he should do.
উঁই কি করবে ভ্যাব্যা উদ্দিশ প্যাত্তে না ।
This road is not safe.
এই ঘাঁটা ভাল্লয় ।
Can you pull the table up?
টেবিল আলগ করা পারবু ?
The children are playing on veranda.
পটার উপর ছলপল খেলোচে ।
I will not come.
হামি অ্যাসমো না ।
Bring the new pencil.
লতুন রুলডা লিয়া আশেক ।
The bottom of my shirt is unstucked.
জামার বোতাম খস্যা গেচে ।
Can’t you tell where she has gone?
উঁই কুটি গ্যাচে সেডা কআ পারচুনা ?
Where I will find him?
অকি কোনটে খোজমো ?
Did you say your prayer in mosque?
মরজিদত নামাজ পরিচু ?
Today’s movie is very fantastic.
আজগার বই হেব্বি লাগলো ।
Oh my boy, do you still awake?
বাপোরো, একোনো চ্যাতোন অ্যাচু ?
I did not find the chemistry book even after a long search.
রসায়ন বইডা এত উটকানু তাও পানুনা ।
Our National fruit is Jackfruit.
হামাকেরে জাতীয় ফল কাঁটল ।
Many birds are flying in the sky.
আকাশত ম্যালা পকি উড়িচ্চে ।
There is not any good boy like him.
ওর লাকান ভালো চ্যাঙরাই হয় না ।
OMG ! What you have done ?
ক্যাজ্জিবাত ! এড্যা অ্যাডা কাম করলু ?

এই ভাষাগুলো এখন আর সান্তাহারে মনে হয় ব্যবহার হয় না, এমনকি আশেপাশের এলাকাতেও না।
কৃতজ্ঞতা:: শুভ
সান্তাহার ডটকম/শুভ/১৭-০৪-২০১৬ইং