দৈনিক সান্তাহার

সান্তাহারের তারাপুরে নববর্ষ উদযাপন

সান্তাহারের তারাপুরে নববর্ষ উদযাপন

সুমন কুমার :: আজ পহেলা বৈশাখ। বাংলা ১৪২৬ সালের প্রথমদিন। সান্তাহার পৌর শহরের ৯নং ওযার্ডের তারাপুর গ্রামের প্রাথমিক বিদ্যলয়ের শিক্ষকদের উদ্যোগে নববর্ষকে বরণ করে নিতে শিক্ষার্থীরা বিভিন্ন সাজে সেজে ফেস্টুন ব্যানার নিয়ে।

শোভাযাত্রা বের করে, তাদের সঙ্গে গ্রামের সব শ্রেণী পেশার মানুষরাও রং মেখে, আবির ছিটিয়ে, মাইকে বৈশাখের বিভিন্ন গান বাজিয়ে শোভাযাত্রাকে প্রাণবন্ত করে তোলে।

সমগ্র গ্রামের মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করে। শোভাযাত্রা শেষে বিদ্যলয়ের মাঠে পান্তা ইলিশ খাওয়াই সবাই মেতে ওঠে এবং বিকেলবেলা বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়।

হাড়ি ভাঙ্গা, মোরগযুদ্ধ, বিস্কুট দৌড়, হাঁস ধরা, সূচে সুতা, বালিশ খেলা, তেল মাখানো কলাগাছে ওঠা। সন্ধ্যায় এসব খেলাধুলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পৌর কাউন্সিলরসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা।

সান্তাহার ডটকম/ইএন/১৪ এপ্রিল ২০১৯ইং