দৈনিক সান্তাহার

সান্তাহারের বাড়ছে ধান মারাই মেশিনের কদর

santahar farmerসান্তাহারে কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আধুনিক পদ্ধতিতে শ্যালো মেশিনের হপার দিয়ে ব্যাপক হারে ধান মারাইয়ের কাজ চলছে। এই আধুনিক পদ্ধতিতে ধান মারাইয়ের কাজে অল্প সময়ে বেশি পরিমান ধান মারাই করা সম্ভব হচ্ছে। অপরদিকে শারিরিক শ্রম কম লাগায় ধান মারাইয়ের হপার মেশিনের কদর দিন দিন বেড়েই চলছে।
জানা যায়, চলতি ইরি বোরো মৌসুমে বাম্পার ফলনে কৃষক খুশিতে আত্মহারা আবার আধুনিক শ্যালো মেশিনের হপার দিয়ে অল্প সময়ে বেশি পরিমান ধান মারাইয়ের কাজ চলছে পুরো দমে। কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে গত বছরের চেয়ে চলতি মৌসুমে কালের যন্ত্রের কদর বেড়েই চলছে কৃষকের ঘরে ঘরে। বিগত কয়েক বছর আগে ১ বিঘা জমির ধান মারাই করতে ৪ থেকে ৫ জন কৃষক কাঠের পিড়িতে কুপিয়ে ধান মারাই করত কয়েক ঘন্টা ধরে। সান্তাহার ইউনিয়নের কাশমিল্লা গ্রামের হাফিজ, শহিদ, মিঠুসহ বেশ কয়েকজন কৃষকের সঙ্গে কথা বললে তারা বলেন, এটা কালের পরিবর্তন। ১ বিঘা জমির ধান মারাই করতে ৪/৫জন লোক লাগতো আবার সময় লাগতো কমপক্ষে ৩-৪ ঘন্টা সেখানে বর্তমান শ্যালো মেশিনের তৈরি হপার দিয়ে অল্প জায়গায় ২ জন লোকের মাধ্যমে প্রতি আধা ঘন্টায় ১ বিঘা জমির ধান মারাই করা সম্ভর হয়। আবার হপার মেশিন দিয়ে ধান মারাই করলে প্রতি বিঘায় ২-৩ মন ধান বেশি পাওয়া যায়। এই ধান মারাইয়ের জন্য শ্যালো মেশিনের হপার আসায় কৃষকেরা শারীরিক পরিশ্রম থেকে রেহাই পাচ্ছে। দৈনিক একটি ধান মারাইয়ের মেশিন দিয়ে প্রায় ১৯-২০ বিঘা জমির ধান মারাই করা হয়। প্রতি বিঘা আড়াই থেকে তিনশত টাকা হারে ধান মারাই করা হয়।
সান্তাহার ডটকম/সান্তাহার ডটকম টিম/০৮-মে-২০১৬ইং