সান্তাহার রেলওয়ে থানাধীন তেবাড়িয়া রেলগেট এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মাহফুজ হোসেন লাল (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত লাল নাটোর শহরের লেঙ্গুরিয়া বিহারীপাড়া মহল্লার আনোয়ার হোসেনের ছেলে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মাহফুজ হোসেন লাল রেললাইন দিয়ে হেঁটে মুঠোফোনে কথা বলতে বলতে নাটোর তেবাড়িয়া রেলগেট অতিক্রম করে স্টেশন বাজার এলাকায় যাচ্ছিল। এ সময় রংপুরগামী আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সান্তাহার রেলওয়ে থানার ওসি সাকিউল আযম জানান, রবিবার সকালে থানায় একটি ইউডি মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।
Add Comment