দৈনিক সান্তাহার

সান্তাহারে তীব্র গরমে অতিষ্ঠ মানুষ

সান্তাহারে তীব্র গরমে অতিষ্ঠ মানুষ

তরিকুল ইসলাম জেন্টু :: সান্তাহারসহ আশপাশ এলাকায় তাপদাহ আর তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। প্রচন্ড তাপদাহে গরম বাতাস শরীরে লাগছে আগুনের হলকার মতো। ঘরে-বাইরে কোথাও কোনো স্বস্তি নেই।

প্রচন্ড গরমে ডায়রিয়া, আমাশয়ের মত পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গরমে সবচেয়ে বেশি অসুস্থ হয়ে পড়ছে শিশুরা।

এ ছাড়াও, স্বস্তি নেই প্রাণীকূলেও। সূর্যের প্রখর তাপে সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত। পথচারিরা সামান্য স্বস্তি ও একটু শীতল পরিবেশের জন্য ছুটছে গাছের ছায়াতলে। এমন গরমে বিভিন্ন শরবত ও কোমল পানীয়ের দোকানে ভিড় করছেন অনেকেই।

প্রচন্ড তাপমাত্রার কারণে কয়েকদিন যাবত তাপদাহের কবলে পুড়ছে সান্তাহারের মানুষ। আষাঢ়েও বৃষ্টি না হওয়ায় প্রচন্ড খরতাপে ঘর থেকে বের হতে হিমশীম খাচ্ছে শ্রমিক দিনমজুরসহ খেটে খাওয়া সব শ্রেণির মানুষ।

আষাঢ় মাসে বৃষ্টির না হওয়ার কারনে গ্রামগঞ্জে কৃষকেরা পানি কিনে নিয়ে বীজতলা তৈরী করছে। এমন তাপদাহ থাকলে বীজের অঙ্কুর নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা।

সান্তাহার ডটকম/ইএন/২১ জুন ২০১৯ইং