আপডেট দৈনিক সান্তাহার সান্তাহার পৌরসভা

সান্তাহারে দুই চালকলের ৬৫ হাজার টাকা জরিমানা

সান্তাহারে চালের বাজারের অস্থিরতা কমাতে অবৈধভাবে চাল মজুদকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে দুই চালকল মালিকের ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় সান্তাহার পৌর শহরের সাইলো রোড এলাকায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা হক অভিযান পরিচালনা করে এ রায় দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাযায়, অবৈধভাবে চাল মজুদকারীদের বিরুদ্ধে উপজেলার বিভিন্ন চালকলে অভিযান চালানো হচ্ছে। অভিযানে সরকারি গুদামে চাল সরবরাহ না করে গুদামে মজুদ রাখা এবং ল্যাইসেন্স না থাকায় শুক্রবার বিকেলে সান্তাহার পৌর শহরের সাইলো রোড এলাকায় মেসার্স শাপলা চাল কলের ৫০ হাজার টাকা এবং ডিজিএম চাল কলের ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় আইনসৃঙ্খলা বাহিনির সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা হক জানান, কয়েক দিন ধরেই চালের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। চালের বাজারের অস্থিরতা কমাতে অবৈধ চাল মজুদকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে।