আপডেট দৈনিক সান্তাহার সান্তাহার ইউনিয়ন

সান্তাহারে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান

বগুড়ার আদমদীঘির সান্তাহারে বিনামূলে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। রবিবার সকালে উপজেলার সান্তাহার ইউপির দমদমা গ্রামে মক্কা চক্ষু সেবা এন্ড ফ্যাকো সেন্টার আয়োজনে চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি। এসময় উপস্থিতি ছিলেন ইউপি সদস্য লুৎফর রহমান নান্দু, সান্তাহার শহর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম জেন্টু, চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার আরিফ উর রহমান ও মক্কা চক্ষু সেবা এন্ড ফ্যাকো সেন্টারের ফিল্ড প্রোগ্রাম সুপারভাইজার উদয়ন কুমার বড়–ুয়া প্রমূখ।
সান্তাহার ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি জানান, পরবর্তীতে ইউনিয়নের ছাতনী-ঢেকড়া উচ্চ বিদ্যালয় ও উথরাইল উচ্চ বিদ্যালয় চত্বরেও এ আয়োজন করা হবে। নওগাঁর মক্কা চক্ষু সেবা এন্ড ফ্যাকো সেন্টারের আয়োজনে বিনামূলে চক্ষু ক্যাম্প করায় গ্রামের নিম্ম ও মধ্যবিত্ত মানুষ হাতের কাছে চিকিৎসা পাচ্ছে।