সান্তাহার ডেস্ক :: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২য় বর্ষের গরিব মেধাবি শিক্ষার্থী সানজিদা ঢালীর লেখাপড়ার দায়িত্ব নিলেন বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু। (১১ আগষ্ট) মঙ্গলবার দুপরে সান্তাহার পৌর এলাকার সাঁতাহার মহল্লায় ওই শিক্ষার্থীর বাড়িতে গিয়ে লেখাপড়া চালিয়ে যেতে সকল ধরনের আর্থিক সহযোগিতার আশ্বাস দেন তিনি। পাশাপাশি সানজিদা যেন অনলাইন ক্লাসে যুক্ত হতে পারে এজন্য ওই ওয়ার্ডের কাউন্সিলর ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম খোকন তাকে একটি ল্যাবটব দেয়ার প্রতিশ্রুতি দেন।
জানাযায়, পরিবারের একমাত্র উপার্জনকারি ব্যক্তি সানজিদার বাবা ঠান্ডু ঢালী। গত কয়েক মাস আগে তার মৃত্যুর পর লেখা অনিশ্চিত হয়ে পরে সানজিদার। এমতাবস্থায় সান্তাহার পৌরসভার মেয়র খবর পেয়ে ছুঁটে যান তার বাড়িতে। তাদের পরিস্থিতি দেখে পরিবারের অন্যান সদস্যদের সাথে কথা বলে সানজিদার লেখাপড়ার যাবতিয় দায়িত্ব নিয়ে তাকে দুশ্চিন্তা মুক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন- একুশে টিলিভিশনের প্রতিনিধি এম.আর ইসলাম রতন, সাংবাদিক তোফায়েল হোসেন লিটন,তরিকুল ইসলাম জেন্টু, বাবু ঢালী প্রমূখ। মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু বলেন, অর্থের অভাবে সানজিদার মতো মেধাবি শিক্ষার্থীরা অঙ্কুরে যেন বিনিষ্ট না হয় সেজন্য সমাজের বিত্তশালীদের এগিয়ে আসা উচিৎ।
উল্লেখ্য: গত ১৭ অক্টোবর সান্তাহার পৌর শহরের ঘোড়াঘাট মহল্লার অটোরিকশার চালক আব্দুল আলিমের মেয়ে সুমাইয়াকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ পড়াশোনার খরচের দায়িত্ব নেন মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু।
সান্তাহার ডটকম/ ১১ আগস্ট ২০২০ইং /এমএম
Add Comment