আপডেট দৈনিক সান্তাহার সান্তাহার ইউনিয়ন

সান্তাহার ইউপিতে ভিজিএফ’র চাল পেল ১৫০২ জন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বগুড়ার সান্তাহার ইউনিয়নে ১ হাজার ৫০২ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে সান্তাহার ডাকবাংলো চত্বরে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সদস্য নাহিদ সুলতানা তৃপ্তি। এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব মোহায়মিনুল ইসলাম, ট্যাগ অফিসার আমিনুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান এমদাদুল হক ও লুৎফুন নেছা লাভলীসহ সকল ইউপি সদস্যবৃন্দ। চাল নিতে আসা ইউপির দমদমা গ্রামের সালাম হোসেন জানান, ঈদের আগে চাল দেয়ায় অনেক উপকার হলো। নতুন চেয়ারম্যান এসে প্রথমবার ভিজিএফ’র ১০ কেজি চাল পেলাম।

ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি বলেন, নিজে দাঁড়িয়ে থেকে সকল দুস্থ ও অসহায় মানুষকে সুষ্ঠু ও স্বচ্ছতার সাথে চাল বিতরণ করেছি। চাল পেয়ে মানুষজন অত্যন্ত খুশি। তবে একটি স্বার্থন্বেষি মহল আমার জনপ্রিয়তা নস্ট করতে ষড়যন্ত্র করছে। চাল নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর চেষ্টা চলছে।