সান্তাহারবাসী, সান্তাহার ডটকম এখন ২৪০০+ সদস্যের পরিবার। আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। এই কম সময়ে আপনাদের কাছে যে ভালবাসা এবং সহযোগিতা আমরা পেয়েছি তা বুঝানো কঠিন। আপনাদের পরামর্শ, আলোচনা-সমালোচনা সব কিছু মাথায় নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি প্রতিদিন। সামান্য এই সময়ে সান্তাহারের মোটামোটি যত অফিসিয়াল লাইক পেজ আছে সেগুলো থেকে সান্তাহার ডটকম এখন এগিয়ে। আর এটি সম্ভব হয়েছে শুধু আপনাদের ভালবাসার কারণেই। আশা করছি, আপনারা আমাদের পাশে থাকবেন সব সময়-প্রতিদিন…
Add Comment