দৈনিক সান্তাহার

সান্তাহার সরকারি কলেজে ছাত্রলীগের তথ্যকেন্দ্র

সান্তাহার ডেস্ক :: বগুড়ার আদমদীঘির সান্তাহার সরকারি কলেজে উচ্চ মাধ্যমিকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সুবিধার্থে ‘তথ্যকেন্দ্র’ করেছে কলেজ শাখা ছাত্রলীগ।

শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত কোনো তথ্য বা পরামর্শের প্রয়োজন হলে তথ্য কেন্দ্রের মাধ্যমে তারা সার্বিক সহযোগিতা করছেন।রোববার সকালে কলেজ ক্যাম্পাসে সরেজমিনে গিয়ে এমন দৃশ্য দেখা যায়।

কলেজ শাখা ছাত্রলীগ নেতা তানভী রহমান তনু বলেন, ভর্তির জন্য নতুন শিক্ষার্থীদের কোনো ঝামেলা যেন পোহাতে না হয় এজন্য ছাত্রলীগের উদ্যোগে ‘তথ্যকেন্দ্র’ করা হয়েছে।ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন রাতুল বলেন, শুধু ভর্তি নয় যেকোনো সমস্যায় নবাগতদের সার্বিক সহযোগিতা করবে কলেজ শাখা ছাত্রলীগ।

সান্তাহার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.প্রদীপ কুমার সাহা বলেন, ভর্তির জন্য এবার বিজ্ঞান বিভাগে ৩০০, মানবিক বিভাগে ৩৫০ ও ব্যবসায় বিভাগে ২৫০ সিট মিলে মোট ৯০০টি সিট সংখ্যা রয়েছে। গত ২৭ জুন থেকে ভর্তি শুরু হয়েছে।

সান্তাহার ডটকম/এমএম/ ৩০ জুন ২০১৯ইং