প্রয়োজনীয় তথ্য

১০ টাকায় সাইলো ভ্রমণ

sailosantaharসান্তাহারের একটি অতি পরিচিত স্থান সাইলো। এটি শুধু একটি প্রতিষ্ঠানই নয়; এটি ভ্রমণ স্পষ্টও বটে। কেউ চাইলে সান্তাহার সাইলো ভ্রমণের স্থান হিসেবে বেছে নিতে পারেন। তবে এটি জনসাধারণের জন্য প্রবেশ নিষিদ্ধ এলাকা। কিন্তু কতৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আপনি সান্তাহার সাইলো ভ্রমণ এবং সেখানে ছবি তুলতে পারবেন।
## কিভাবে যাওয়া যায়: সান্তাহার শহর থেকে এর দূরত্ব খুব বেশি নয়। রাস্তার হিসেবে ৩ কিলোমিটার হতে পারে। রিক্সা অথবা টেম্পু, সিএনটি, ভ্যান যোগে আপনি সহজে সাইলোতে যেতে পারেন।
## অবস্থান: সান্তাহার থেকে দুইভাবে সাইলো তে আপনি যেতে পারবেন। সান্তাহার টু রানী নগর রোডেও আপনি দিতে পারেন। অথবা দমদমা গ্রামে যাবার রাস্তা অর্থাৎ বার্মা রোড দিয়েও আপনি যেতে পারেন। তবে এই রাস্তাটিই সাইলো রোডে যাবার জন্য বেশি ব্যবহার হয়।
## খরচ:সাইলো যেতে আপনাকে বেশি টাকা গুনতে হবে না। ১০ থেকে ৫০ টাকার মধ্যেই আপনি সাইলোতে যেতে পারবেন।
>>>সূত্র: সরকারি ওয়েব
>>>লেখা:: নাজমুল হক ইমন >>>ছবি: আদনান রশিদ
সান্তাহার ডটকম/নাজমুল হক ইমন/১৫-০৪-২০১৬ইং