দৈনিক সান্তাহার

আদমদীঘিতে ইউএনও আব্দুল্লাহ বিন রশিদের উপস্থিতি টের পেয়ে পালালো অর্থ আদায়কারিরা

তরিকুল ইসলাম জেন্টু :: বগুড়ার আদমদীঘিতে প্রধানমন্ত্রী প্রদত্ত প্রতিবন্ধী, বিধবা ও বয়স্ক ভাতাভোগিদের কাছে থেকে এমপির প্রতিনিধি ও ছাত্রলীগ নেতা পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। বুধবার উপজেলার নসরতপুর সোনালী ব্যাংক শাখা থেকে টাকা উত্তোলনের পর জোড়পূর্বক তাদের কাছ থেকে অর্থ আদায় করেছে দুই যুবক।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার দ্রুত ঘটনাস্থলে পৌঁছা মাত্র অভিযুক্তরা পালিয়ে যায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্ততি চলছে বলে তিনি জানান।

আদমদীঘি উপজেলা সমাজসেবা অফিসার শরিফ উদ্দীন জানান, বুধবার বেলা ১০টা থেকে নসরতপুর ইউনিয়ন পরিষদ ভবনে ওই ইউনিয়নের প্রতিবন্ধী, বিধবা ও বয়স্কসহ ২৩৬ জন সুবিধাভোগী ব্যক্তিদের মাঝে তাদের ভাতার বহি বিতরন করা হয়। এসব সুবিধভোগীরা স্থানীয় সোনালী ব্যাংক শাখায় টাকা উত্তোলনের পর ব্যাংকের বাইরে দাঁড়ানো এমপির প্রতিনিধি পরিচয়দানকারি রাজেকুল ইসলাম ও ছাত্রলীগ নেতা পরিচয়দানকারি বাপ্পী নামের দুই যুবক তাদের পথরোধ করে বেশ কয়েকজনের কাছে থেকে ২ হাজার থেকে ৪ হাজার টাকা পর্যন্ত জোড়পূর্বক আদায় করে।

এ সময় মমিনুল নামের এক প্রতিবন্ধী মোবাইল ফোনে উপজেলা সমাজসেবা অফিসারকে অবহিত করার পর তিনি উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগ পেয়ে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম আব্দুল্লাহ বিন রশিদ ও সমাজসেবা অফিসার শরিফ উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন এবং ১০/১২ জনের কাছ থেকে অর্থ আদায় করা হয়েছে বলেও তারা জানান।

সান্তাহার ডটকম/১৯ আগস্ট ২০২০ইং/এমএম