সান্তাহার ডেস্ক :: আদমদীঘিতে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে তিন ব্যক্তির মধ্যে দুই ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহীতে প্রেরণ এবং দুইজনকে বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে আইসোলেশনে ও গোসাই পাল নামের অপরজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. শহীদুল্লাহ দেওয়ান জানান, উপজেলার চাটখইর গ্রামের ইদ্রিস আলীর ছেলে আল আমিন (২৮) ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় একটি চাইনিস কোম্পানীতে চাইনিস নাগরিকের সঙ্গে শ্রমিকের কাজ করছিল। তার শরীরে তাপমাত্র বেড়ে জ্বর, সর্দি, কাশি ও গলা ব্যাথাসহ নানা উপসর্গ দেখা দিলে কর্মস্থল থেকে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। সে বৃহস্পতিবার ২ এপ্রিল বাড়িতে এসে আত্মগোপনে থাকেন।
বিষয়টি জানাজানি হওয়ার পর রোববার দুপুরে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য বিভাগ ওই বাড়িতে পৌঁছে তাকে জিজ্ঞাসাবাদ ও তার ব্যবহৃত কাপড়চোপড় পুড়িয়ে ফেলেন এবং তার শরীরের কোভিট-১৯ করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে কিনা তা সনাক্তের জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণসহ তাকে এবং তেঁতুলিয়া গ্রামের তাজন প্রামানিক (৪৮) কে বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে আইসোলেশনে প্রেরন করা হয়েছে।
এদিকে উপজেলার তালশন পালপাড়ার গোসাই চন্দ্র পাল (১০২) এর করোনা ভাইরাস সনাক্ত করতে নমুন পরীক্ষার জন্য সংগ্রহ ও তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
সান্তাহার ডটকম/৫ এপ্রিল ২০২০ইং/ইএন
Add Comment