সান্তাহারের বাহিরে

আদমদীঘিতে নির্দেশনা না মানায় ৫ জনের জরিমানা

সান্তাহার ডেস্ক :: করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা অমান্য করে আদমদীঘিতে হোটেল, দইঘর খোলা রাখায় ও যানবাহনে অতিরিক্ত যাত্রী বহন করার দায়ে ৫ জনের ৮ হাজার ২শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। রোববার দুপুরে আদমদীঘি সদরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট একেএম আব্দুল্লাহ্ বিন রশিদ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালত সুত্র জানায়, আদমদীঘি সদরের অজিত দই ঘরের ৫ হাজার টাকা, স্বর্গীয় জনাঘোষ দই ঘরের ১ হাজার, মজনু হোটেলের ১ হাজার, ঢাকাগামী একটি ট্রাক অতিরিক্ত যাত্রী বহন করায় ১ হাজার ও সিএনজি থেকে ২শত টাকা জরিমানা করা হয়।

সান্তাহার ডটকম/৫ এপ্রিল ২০২০ইং/ইএন