সান্তাহারের বাহিরে

আদমদীঘিতে পার্চিং উৎসব

সান্তাহার ডেস্ক ::  বগুড়ার আদমদীঘিতে চলতি রোপা আমন মৌসুমে ক্ষেতে মরা গাছের ডাল দিয়ে পাখি বসার ব্যবস্থা করে ক্ষেতের ক্ষতিকারক পোকা-মাকড় নিধন পদ্ধতি (পার্চিং) ব্যবহার করা হচ্ছে। আর এই পদ্ধতি ব্যবহারে কৃষকদের উৎসাহ দিতে পার্চিং উৎসব পালন করা হয়েছে।

সোমবার (২১সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার বড় আখিড়া, কালাইকুড়ি, নশরতপুর ও মুরইল এলাকার মাঠে এই পার্চিং উৎসব অনুষ্ঠিত হয়।

এ সময় কৃষকদের নিয়ে একটি আলোচনাসভা করা হয়। এতে পার্চিং পদ্ধতি ব্যবহারে আবাদী জমির ক্ষতিকার পোকা-মাকড় নিয়ন্ত্রন করে, ফসলের উৎপাদন খরচ কমায়, কীটনাশকের ব্যবহার কমায় ও পরিবেশ দূষণ থেকে রক্ষা করাসহ বিভিন্ন বিষয় নিয়ে কৃষকদের সঙ্গে আলোচনা করা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী, এসএপিপিও মো. সাইফুল ইসলাম, সুকেশ চন্দ্র পাল ও খাদেমুল মাসুদ প্রমুখ।

সান্তাহার ডটকম/ ২২ সেপ্টেম্বর ২০২০ইং/এমএম