দৈনিক সান্তাহার

আদমদীঘিতে পুকুর থেকে সাড়ে ৪ লাখ টাকার মাছ চুরি

সান্তাহার ডেস্ক :: আদমদীঘিতে মাছচাষ পুকুরের দুই নৈশ্যপ্রহরীর হাত পা ও মুখ বেঁধে ফেলে রেখে দুর্বৃত্তরা প্রায় সাড়ে চার লাখ টাকার বাজারজাতের মাছ চুরি করে নিয়ে গেছে। শনিবার দিবাগত রাতে ১০/১২ জনের একদল দুর্বৃত্ত এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মাছ ব্যবসায়ী রফিকুল ইসলাম থানায় একটি অভিযোগ করেন।

জানা যায়, আদমদীঘির তালশন গ্রামের মৎস্য ব্যবসায়ী রফিকুল ইসলাম সাগরপুর গ্রামের রফিকুল ও নুরুল আমলামসহ তার ভাগিদারদের কাছ থেকে আদমদীঘি-ছাতিয়ানগ্রাম সড়কের পাশে রানিদীঘি নামক পুকুর তিন বছরের জন্য লিজ গ্রহন করে তাতে মাছচাষ করে আসছিল।

শনিবার দিবাগত গভীর রাতে ১০/১২ জনের একদল মুখোশধারী দুর্বৃত্ত ৪টি ট্রাক যোগে পুকুরে আসে এবং সৌভাগ্য ও নুরুল নামের দুই নৈশ্যপ্রহরীর হাত পা, মুখ বেঁধে জিম্মি করে পুকুরে জাল টেনে সাড়ে ৪ লাখ টাকার মূল্যের প্রায় ৫০ মন মাছ চুরি করে নিয়ে যায়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সান্তাহার ডটকম/১ সেপ্টেম্বর ২০২০ইং/এমএম