সান্তাহারের বাহিরে

আদমদীঘিতে প্রবাসীর স্ত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় মামলা

সান্তাহার ডেস্ক :: আদমদীঘিতে এক প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্ত ও যৌন নিপীড়ন করায় ঘটনায় আব্দুর রাজ্জাক ওরফে বাবু ফকির (৪৬) কে আসামী করে মামলা হয়েছে। সে উপজেলার ডহরপুর গ্রামের ইলিম ফকিরের ছেলে। শনিবার রাতে একই গ্রামের ওই প্রবাসীর স্ত্রী নিজেই বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ আসামী রাজ্জাক ওরফে বাবু ফকিরকে গ্রেফতার করতে পারেনি।

জানা যায়, আব্দুর রাজ্জাক ওরফে বাবু ফকির পাশে বাড়ির সৌদি প্রবাসীর স্ত্রীকে বিভিন্ন সময় উত্ত্যক্ত ও কু-প্রস্তাব দিত। বিষয়টি গৃহবধু তার শাশুড়িকে জানানোর পর শাশুড়ি লম্পট আসামী বাবু ফকিরকে সতর্ক করেন। এরপর তাদের কথা না শুনে গত বৃহস্পতিবার সকাল ৯টায় শাশুড়ি না থাকার সুযোগে আসামী বাবু ফকির ওই প্রবাসীর স্ত্রীর শয়ন ঘরে ঢুকে তার স্পর্শকাতর স্থানে হাত দিয়ে উত্যক্ত করতে লাগলে গৃহবধু আসামীকে ধাক্কা দিয়ে বাড়ির বাহিরে পালিয়ে এসে স্থানীয়দের বিষয়টি জানান। এ সময় আসামী আব্দুর রাজ্জাক ওরফে বাবু ফকির বাদিনীকে ভয়ভীতি ও হুমকি দিয়ে পালিয়ে যায়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ ওসি জালাল উদ্দীন মামলা দায়েরের বিষয়টি নিশ্চত করে জানান, আসামীকে গ্রেফতারে তৎপরতা চলছে।

সান্তাহার ডটকম/৫ এপ্রিল ২০২০ইং/ইএন