আপডেট দৈনিক সান্তাহার সান্তাহারের বাহিরে

আদমদীঘিতে বিদ্যুৎস্পর্শে নির্মাণ শ্রমিককের মৃত্যু

বাড়ি নির্মাণের সময় বিদ্যুৎস্পর্শে বগুড়ার আদমদীঘিতে সাদেকুল মন্ডল (৪০) নামের এক নির্মাণ শ্রমিককের (রাজমিস্ত্রী) মৃত্যু হয়েছে। সাদেকুল উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের দূর্গাপুর গ্রামের গুলবর মন্ডলের ছেলে। সোমবার দুপুরে আদমদীঘির পাশর্^বর্তী আক্কেলপুরের তিলকপুর বাজারে জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলমের নির্মাণাধীন দোতলা বাড়িতে ঘটনাটি ঘটে। তবে রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আদমদীঘি এবং আক্কেলপুর থানায় কোনো মামলা বা অভিযোগ হয়নি।
স্থানিয় সূত্রে জানাগেছে, সোমবার সকালে সাদেকুল মন্ডল তিলকপুর বাজার এলাকায় নির্মাণাধীন দোতলা বাড়িতে নির্মাণ শ্রমিককের কাজ করতে যান। কাজ করার সময় অসাবধারতা বশত বিদ্যুতের তারে স্পর্শলেগে তিনি গুরুত্বর আহত হন। সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানিয় একটি ক্লিনিকে চিকিৎসা দেয়। পরে অবস্থার অবনতি ঘটলে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিকেলে লাশটি নিহতের বাড়িতে নেয়া হয় এবং স্থানিয় মেম্বার ও চেয়ারম্যানসহ বেশ কয়েকজন মাতবর নির্মাণাধীন বাড়ির মালিককে ডেকে দু’পক্ষকে সমাঝোতার জন্য বৈঠকে বাসান। সেই বৈঠকে অর্থের বিনিময়ে বিষয়টি সমাধান করা হয়। এ বিষয়ে ছাতিয়ানগ্রামের ইউপি সদস্য মহসীন আলী এবং ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু বলেন, মৃত্যুর বিষয়টি সম্পর্কে অবগত রয়েছি। তবে অর্থ দেনদেনের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়েছে এটি সঠিক নয়।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, যেহেতু ঘটনাটি তিলকপুরে ঘটেছে সেহেতু বিষয়টি আক্কেলপুর থানা পুলিশ দেখবেন। জানতে চাইলে আক্কেলপুর থানার ওসি সাইদুর রহমান বলেন, বিদ্যুৎস্পর্শে আহত হলে ওই শ্রমিককে আদমদীঘিতে নেয়ার পর মারা যায়। ফলে বিষয়টি আদমদীঘি থানার ওসি দেখবেন।