সান্তাহারের বাহিরে

আদমদীঘিতে বৌভাতে যাওয়া হলো না তিন মোটরসাইকেল আরোহির

সান্তাহার ডেস্ক :: বৌভাতে যেতে পারলেন না তিন মোটরসাইকেল আরোহি। পথেই ভটভটির সাথে মোটর সাইকেলের ধাক্কায় গুরুত্বর আহত হয়ে যেতে হলো হাসপাতালে। শুক্রবার বেলা ২টায় আদমদীঘির-ছাতিয়ানগ্রাম সড়কের ডহরপুর নামক স্থানে ঘটনাটি ঘটে।

আহতদের মধ্যে উপজেলার কড়ই গ্রামের জগদিশ চন্দ্র (৩৫) ও বিহিগ্রামের সঞ্জয় কুমার (২৫) আশঙ্কাজনক হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় ও অপর পাল্লা গ্রামের কমল চন্দ্র (৩৬) কে আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আদমদীঘির পাল্লা গ্রামের সুনিল চন্দ্র দেবনাথ জানায়, গত বুধবার আদমদীঘির পাল্লা গ্রামের গোপাল চন্দ্র দেবনাথের মেয়ের বিয়ে হয় আক্কেলপুরের পাঠানধারা গ্রামে।

শুক্রবার ছিল পাঠানধারা গ্রামে বৌভাতের আয়োজন। বেলা ২টায় আদমদীঘি থেকে একটি মোটরসাইকেল যোগে ওই তিনজন পাঠানধারা গ্রামে যাবার সময় আদমদীঘি-ছাতিয়ানগ্রাম সড়কের ডহরপুর গ্রামের নিকট একটি ধান বোঝাই ভটভটি (নছিমন) কে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহি জগদিশ, সঞ্জয় ও কমল তিনজন ছিটকে পড়ে মারাত্মক ভাবে আহত হয়। ফলে বৌভাতে যেতে পারলেন না কন্যা পক্ষের দাওয়াাতিরা।

সান্তাহার ডটকম/ ১৪ ডিসেম্বর ২০১৯/এমএম