সান্তাহারের বাহিরে

আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতে ১৩ জনকে ৩৯ হাজার টাকা জরিমানা

সান্তাহার ডেস্ক :: বগুড়ার আদমদীঘিতে লাইসেন্স নবায়ন না করে ভাই ভাই মৎস্য হ্যাচারী পরিচালনা করায় ভ্রাম্যমাণ আদালতে হ্যাচারী মালিকের ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা হাসপাতাল এলাকায় হ্যাচারী মালিক শামীম হোসেনকে ও বাজার এলাকায় মাস্ক না পড়ে অবাধে চলাফেরা করায় ১২জন পথচারীকে ৪৬শ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদ এ রায় দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা হক, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল প্রমূখ।

সান্তাহার ডটকম/ ২৩  জুলাই ২০২০ইং /এমএম