সান্তাহারের বাহিরে

আদমদীঘির শাওইলে ভ্রাম্যমাণ আদালতে ২০ জনের জরিমানা

সান্তাহার ডেস্ক ::  আদমদীঘির শাওইল বাজারে ঔষধের দোকানে লাইসেন্স নবায়ন না করার অপরাধে ঔষধের দোকান সিলগালা, ভেজাল স্যানিটাইজার ব্যবহার, মাস্ক ব্যবহার না করা ও লেভেল বিহীন ৬ খাঁচি সেমাই জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত।

গতকাল রোববার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট একেএম আব্দুল্লাহ বিন রশিদ অভিযান চালিয়ে ২০জনকে জরিমানা ও ঔষধের দোকান সিলগালা করেন। এ সময় সহকারি কমিশনার (ভুমি) মাহবুবা হক ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।

ভ্রাম্যামান আদালত সূত্রে জানাযায়, শওইল বাজারে অভিযান চালিয়ে সরদার ফার্মেসী নামের ঔষধের দোকান মালিক উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মজিবর রহমান ২০০৭ সালের পর থেকে প্রায় ১২ বছর লাইসেন্স নবায়ন না করে অবৈধ ভাবে ঔষধ ব্যবসা চালিয়ে আসছিল। তাকে না পাওয়ায় ঔষধের দোকান সিলগালা করা হয়েছে।

এ ছাড়া অনুমোদন ছাড়া খোলা অবস্থায় সেমাই বিক্রির অপরাধে ৬টি খাঁচি সেমাই জব্দ ও মাস্ক ব্যবহার না করার অপরাধে ২০জনকে ১৪টি মামলায় ১৭হাজর ৫শ টাকা জরিমানা করা হয়।

সান্তাহার ডটকম/ ২৭ জুলাই ২০২০ইং /এমএম