দৈনিক সান্তাহার

এই ঈদে ওরা পথশিশুদের পাশে

Santahar 2013 Batch

সান্তাহার বিপি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বৃহস্পতিবার সকাল ১১টায় সান্তাহারে এসএসসি ব্যাচ ২০১৩ সালের উদ্যোগে সুবিধা বঞ্চিত পথশিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়। এসএসসি ব্যাচ ২০১৩ সালের উদ্যোক্তা তানভী রহমান (তনু) এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিপি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মতিন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নাজমুল ইসলাম, তুষার, মেহেদী হাসান, ফাহাদ আকন্দ, সৌরভ, অনিক, আশিক, রুকু, নাঈম, মীম, পল্লব, নিলয়, সিয়াম, শিশির, হদয়।
আয়োজকরা জানান, ঈদ মানেই আনন্দ; ঈদ মানেই খুশি। নতুন পোশাক কাপড় পেলে এই খুশি যেন আরো বেড়ে যায়। আমরা আমাদের সাধ্য মতো যতটুকু পেরেছি ততটুকু দিয়ে এই পথশিশুদের মুখে হাসি ফোটাতে চেষ্টা করেছি। আমাদের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। চেষ্টা করবো আগামীবার এর চেয়ে আরো বড় ধরনের আয়োজন করতে।
আগত পথশিশুদের একজন জানান, নতুন পোশাক পেয়ে সে বেশ খুশি। ঈদের দিন এই পোশাক পড়ে সে ঘুরতে যাবে। তাকে ও তার মতো আরো অনেককে ঈদে নতুন পোশাক দেয়ার জন্য সবাই অনেক খুশি। অনুষ্ঠানে আলোচনা শেষে প্রায় দু’শতাধিক পথশিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়।
সান্তাহার ডটকম/ইএন-৩০ জুন ২০১৬