দৈনিক সান্তাহার

চরিত্র নিয়ে প্রশ্ন তোলায় আত্মহত্যা!

News santaharসান্তাহার ডেস্ক: চরিত্র নিয়ে খারাপ কথা বলায় সান্তাহারে লাভলী আক্তার আশা (২৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার সন্ধ্যায় উপজেলার সান্তাহার ইয়ার্ড কলোনীতে এ ঘটনা ঘটে। নিহত আশা ওই এলাকার রাজমিস্ত্রি রুবেল হোসেনের স্ত্রী।
এ ঘটনায় নিহতের বাবা আসলাম হোসেন বাদী হয়ে রাতেই আদমদীঘি থানায় প্রতিবেশী তিন নারীর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচণা মামলা করেছেন।
মামলার পর সোমবার বেলী বেগম (৪২) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সান্তাহার ইয়ার্ড কলোনীর রাজমিস্ত্রি রুবেল হোসেনের স্ত্রী দুই সন্তানের মা আশাকে প্রতিবেশী বেলী বেগম, মিনারা ও মিনা তুচ্ছ ঘটনায় গালিগালাজ করেন। এছাড়া তার চরিত্র নিয়ে খারাপ মন্তব্য করা হয়।
এতে গৃহবধূ আশা ক্ষোভ ও অভিমানে রোববার সন্ধ্যার দিকে বাড়িতে আত্মহত্যার জন্য হারপিক পান করেন। কিন্তু হারপিক পানে কিছু না হওয়ায় পরে তিনি ঘরের আড়ার সঙ্গে ওড়নায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
খবর পেয়ে আদমদীঘি থানা পুলিশ রাতেই আশার লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
আদমদীঘি থানার ওসি শওকত কবীর জানান, আত্মহত্যাকারী ও প্ররোচণাদানকারী নারীদের মধ্যে প্রায় সবসময় ঝগড়া হতো। এর জের ধরে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন।
এ ঘটনায় আত্মহত্যার প্ররোচণার মামলা হয়েছে। সোমবার বেলী বেগম নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

>> সান্তাহার ডটকম/ইএন/৮ মে ২০১৭ইং