সান্তাহার ডেস্ক :: মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় গুড়িগুড়ি বৃষ্টির মাঝে সান্তাহারের পার্শ্ববর্তী ছাতিয়ানগ্রামের সিদ্ধসড়ি এলাকায় জুয়ার আসরে বজ্রপাত (ঠাডা পড়লো) ঘটে। এতে ৬ জন আহত হয়েছে।
আহতরা হলেন- ছাতিয়ানগ্রামের মনছুরের ছেলে আসলাম (৩২), মকলেছের ছেলে রিদয় (২২), মোস্তাকিমের ছেলে রাজু (২৮), মৃত দেলোয়ারের ছেলে ছপু (৩৫) এবং অন্তাহার গ্রামের এমদাদুলের ছেলে রবিউল (২৪), শরিফ সরদারের ছেলে শেরেকুল (৫৫)।
আহতদের মধ্যে আসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি ভিত্তিতে তাকে নওগাঁয় হাসপাতালে পাঠানো হয় এবং অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
সান্তাহার ডটকম/ইএন/১০ জুলাই ২০১৯ইং
Add Comment