আপডেট দৈনিক সান্তাহার সান্তাহারের বাহিরে

তিনটি নকল স্বর্ণের মূর্তিসহ চার প্রতারক গ্রেপ্তার

বগুড়ার দুপচাঁচিয়ায় তিনটি নকল স্বর্ণের মূর্তিসহ চার প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। বুধবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে উপজেলার খোলাশ মধ্যপাড়া মহল্লায় গ্রেপ্তারকৃত আসামী মোমেনা বিবির বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দুপচাঁচিয়া থানায় মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে।


র‌্যাব সূত্রে জানাযায়, বুধবার রাতে উপজেলার খোলাশ মধ্যপাড়া মহল্লায় মোমেনা বিবির বসতবাড়িতে চার প্রতারক নকল স্বর্ণের মূর্তি নিয়ে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন রাতে সেখানে র‌্যাব অভিযান পরিচালনা করেন। এসময় তিনটি নকল স্বর্ণের মূর্তি উদ্ধারসহ উপজেলার খোলাশ মধ্যপাড়ার মৃত মোকসেদ আলীর মেয়ে মোমেনা বিবি (৩৫), কুড়িগ্রামের নাগেশ^রী উপজেলার ইসলামপুর গ্রামের সমসেদ ফকিরের ছেলে শহিদুল ইসলাম (৪৮), উপজেলার তালুচ গ্রামের মৃত অছিমদ্দিনের আব্দুর রশিদ (৬০), একই মহল্লার নজরুল ইসলামের ছেলে সামসুল ইসলামকে (৩২) গ্রেপ্তার করেছে। এছাড়া নকল স্বার্ণের মর্তিসহ একটি সিএনজি, মোবাইল ও নগদ টাকাও উদ্ধার করা হয়েছে।
র‌্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, আসামীরা দীর্ঘদিন যাবৎ নকল স্বর্ণের মূর্তিসহ বিভিন্ন ধরণের মূর্তি দ্বারা জনসাধারনের সাথে প্রতারণার মাধ্যমে বড় অংকের টাকা হাতিয়ে নেয়। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য দুপচাঁচিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে।