সান্তাহারের বাহিরে

ত্যাগীদের মূল্যায়ন ও চাঁদাবাজদের পরিহার করতে হবে : কামাল হোসেন

সান্তাহার ডেস্ক :: দূর্দিনের ত্যাগী নেতাদের মূল্যালন করতে হবে। সেই সাথে চাঁদাবাজ ,দুর্নিতিবাজ নেতাদের পরিহার করতে হবে। তবেই রাজনীতিতে পরিপূর্ণ স্বচ্ছতা আসবে বলেছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন।

তিনি সোমবার (১২ অক্টোবর) বিকেলে বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বিশেষ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু রেজা খানের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, যুগ্ম সম্পাদক আসাদুর রহমান দুলু।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. তবিবর রহমান তবি, নন্দীগ্রাম উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম রফিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা, দুপচাঁচিয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক ফজলু, আদমদীঘি উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম মন্টু, সাজেদুল ইসলাম চম্পা, সাংগঠনিক সম্পাদক জার্জিস আলম রতন, নিসরুল হামিদ ফুতু, ইউপি চেয়ারম্যান এস.এম বেলাল হোসেন, জিল্লুর রহমান, এরশাদুল হক টুলু, আব্দুল হক আবু, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান বাবু, রফিকুল ইসলাম ও নওগাঁ জেলা যুবলীগের সাধারন সম্পাদক বিমান কুমার রায় প্রমূখ।

সান্তাহার ডটকম/১৫ অক্টোবর ২০২০ইং/এমএম