দৈনিক সান্তাহার

দুই দিনে আরো তিনজনের দাফন-সৎকার করলেন ইউএনও

সান্তাহার ডেস্ক :: বগুড়ার আদমদীঘিতে করোনা শনাক্ত ও উপসর্গ নিয়ে দুই দিনে আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত তিন দিনে মৃত্যুর সংখ্যা দাঁড়াল চারজনে। মারা যাওয়া এসব ব্যক্তিদের পরিবার ও আত্মীয়-স্বজনরা করোনা সংক্রমণের ভয়ে লাশের পাশে পর্যন্ত আসছে না। ফলে তাদের মরদেহ দাফন বা সৎকারের দায়িত্ব উপজেলা দাফন-কাফন কমিটির ব্যবস্থাপনায় সম্পন্ন করা হচ্ছে।

আদমদীঘি উপজেলা দাফন-কাফন কমিটির সভাপতি ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ জানান, স্বাস্থ্যবিধি মেনে বুধবার দুপুরে জানাজা শেষে পারিবারিক করবস্থানে সিরাজুলের দাফন সম্পন্ন করা হয়। এ সময় উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগসহ দাফন-কাফন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। তা ছাড়া উপজেলা স্বাস্থ্য বিভাগ মারা যাওয়া ব্যক্তিদের ও পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করেন এবং তাদেরকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সান্তাহার ডটকম / ১৭ জুন ২০২০ইং / এমএম