দৈনিক সান্তাহার

ধান-চালের বাজার নিয়ন্ত্রনে আদমদীঘি উপজেলা ইউএনও সীমা শারমিনের অভিযান

সান্তাহার ডেস্ক :: আদমদীঘি উপজেলায় ধান ও চালসহ নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রনে উপজেলা প্রশাসন অভিযান চালিয়েছেন। শনিবার সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিন ও সহকারি কমিশনার (ভুমি) মাহবুবা হক উপজেলা সদর, সান্তাহারসহ বিভিন্ন এলাকার চালকল, গুদাম ও বাজার সমূহে অভিযান পরিচালনা করেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পরিতোষ কুন্ডু অভিযান টিমের সঙ্গে ছিলেন।

এক শ্রেণীর অসাধু ধান চাল ব্যবসায়ী যাতে মজুত করে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করতে না পারে এবং সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি নেয়া হচ্ছে কি না তা তদারকি অব্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিন সাংবাদিদের জানান।

উল্ল্যেখ্য, গত তিনদিনে অভিযান চালিয়ে গুদামে অতিরিক্ত চাল ও ধান মজুতের দায়ে ৪টি চালকলের মালিকের ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সান্তাহার ডটকম/৩ অক্টোবর ২০২০ইং/এমএম