সান্তাহারের বাহিরে

নওগাঁয় গ্যাস সিলিন্ডারের ভিতরে ফেনসিডিল, গ্রেপ্তার ১

সান্তাহার ডেস্ক ::  নওগাঁয় অভিনব কায়দায় গ্যাসের সিলিন্ডারের ভিতরে ফেন্সিডিল নিয়ে যাওয়ার সময় শফিকুল ইসলাম (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রোববার দুপুরে শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় শাহ ফতেহ আলী কাউন্টারের সামনে পাকা রাস্তা থেকে উদ্ধার করা হয়।

শফিকুল ইসলাম জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পশ্চিম করিয়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে। নওগাঁ জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক মহসিন রেজা বলেন, গোপন সংবাদে জানা যায় গ্যাসের সিলিন্ডারের ভিতর করে ফেন্সিডিল নিয়ে ঢাকা যাওয়ার উদ্যেশ্যে শহরের ঢাকা বাসস্ট্যান্ডে একজন অপেক্ষা করছেন। এমন সংবাদে সেখানে অভিযান চালানো হয়।

এসময় শাহ ফতেহ আলী কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর একজন গ্যাসের সিলিন্ডার নিয়ে অপেক্ষা করছিল। সন্দেহ মুলক তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সিলিন্ডারটি ভাল করে পর্যবেক্ষন করা হয়। সিলিন্ডারের নিচের অংশের তলা কেটে অভিনব পন্থায় ফেন্সিডিল ঢুকানো ছিল। সেখান থেকে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

সান্তাহার ডটকম /০৩ নভেম্বের ২০২০ইং / এমএম