সান্তাহারের বাহিরে

নওগাঁয় দ্বিতীয় দফা বন্যায় লোকালয় প্লাবিত, দুর্ভোগ চরমে

 

সান্তাহার ডেস্ক :: দ্বিতীয় দফায় বন্যায় নওগাঁর আত্রাই, রানীনগর, মান্দা ও সাপাহার উপজেলার বেশ কিছু গ্রামে নতুন করে প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে ফসলের মাঠ। এদিকে বন্যা কবলিত এলাকাগুলোয় আবার নতুন করে পানি বৃদ্ধি পাওয়ায় চরম বিপাকে পড়েছে বানভাসী মানুষরা।

সীমান্তবর্তী সাপাহার উপজেলার পর্নভবা নদীর বাঁধ উপচে ওই উপজেলার কলমুডাঙ্গাসহ তিনটি গ্রাম তলিয়ে গেছে। এসব এলাকার ৫০টি পরিবারকে নিরাপদ আশ্রয়ে নেয়া হয়েছে। ছোট যমুনা নদীর বেড়িবাঁধের ভেঙ্গে যাওয়া অংশ দিয়ে পানি প্রবেশ অব্যাহত থাকায় রাণীনগর উপজেলার শলিয়া, দেউলিয়াসহ কয়েকটি গ্রাম ও রাস্তা-ঘাট পানিতে প্লাবিত হয়েছে।

বন্যা কবলিত এলাকায় বিশেষ করে গবাদি পশু নিয়ে চরম বিপাকে রয়েছে এই অঞ্চলের মানুষ। বর্তমানে আত্রাই নদীর পানি বিপদসীমার ৪০ সেন্টিমিটার,পুর্নভবা নদী ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েকদিন নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে জানিয়েছে নওগাঁ পানি উন্নয়ন বোর্ড।

সান্তাহার ডটকম / ২৪  জুলাই ২০২০ইং /এমএম