দৈনিক সান্তাহার

প্রধানমন্ত্রীর কাছে সান্তাহারবাসীর ২৫টি দাবী

25 dabi

সান্তাহার ডেস্ক:: সান্তাহারবাসীর পক্ষ থেকে আওয়ামীলীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হিসাবে ২৫টি দাবী পেশ করবেন। দাবীগুলো- ১. আদমদীঘি উপজেলা কৃষি ও মৎস্য জোন হিসাবে বিখ্যাত হওয়ায় আদমদীঘি উপজেলায় কৃষি বিশ্ববিদ্যালয় বা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন।

২. সান্তাহারে একটি ইপিজেড স্থাপন।
৩. সান্তাহারে নির্মিতব্য ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল চালুকরণ।
৪. সান্তাহার সরকারী কলেজে অনার্স কোর্স চালুকরণ।
৫. সান্তাহার পৌরসভাকে ২য় শ্রেণী হতে ১ম শ্রেণীতে উন্নীতকরণ।
৬. সান্তাহার রেল ষ্টেশন আধুনিকীকরণ।
৭. সান্তাহারকে একটি প্রশাসনিক থানায় রুপান্তরকরণ।
৮. আদমদীঘি উপজেলা সদরে পৌরসভা ঘোষণাকরণ।
৯. কুন্দুগ্রাম ইউনিয়নে হরিণমারা নাগর নদীর উপর একটি ব্রীজ নির্মাণ।
১০. আদমদীঘি থানা হতে ৩০ কিলোমিটার দূরত্বে চাপাপুর বাজারে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন।
১১. আদমদীঘি থানা সদরে অবস্থিত ১’শ বছরের পুরানো ঐতিহ্যবাহী আইপিজে পাইলট উচ্চবিদ্যালয় সরকারীকরণ।
১২. আদমদীঘি থানা সদরে আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজ সরকারীকরণ।
১৩. সান্তাহার পৌর এলাকায় সান্তাহার বি.পি উচ্চ বিদ্যালয় সরকারীকরণ।
১৪. সান্তাহার পৌর এলাকায় মহিলা কলেজ সরকারীকরণ।
১৫. সান্তাহার শহরে রেল ক্রসিং এর উপর ফ্লাইওভার নির্মাণ।
১৬. সান্তাহার মৎস্য গবেষণা উপকেন্দ্রকে পূর্ণাঙ্গ কেন্দ্রে উন্নীতকরণ।
১৭. সান্তাহার-নাটোর আঞ্চলিক মহাসড়ক নির্মাণ।
১৮. সান্তাহার স্টেডিয়ামকে আধুনিকীকরণ।
১৯. আদমদীঘি উপজেলায় কৃষিপণ্য বাজারজাতকরণে গ্রামীণ যোগাযোগ উন্নয়ন প্রকল্পের আওতায় ১০ কিলোমিটার রাস্তা পাকাকরণ।
২০. দুপচাঁচিয়া উপজেলায় কৃষিপণ্য বাজারজাতকরণে গ্রামীণ যোগাযোগ উন্নয়ন প্রকল্পের আওতায় ১০ কিলোমিটার রাস্তা পাকাকরণ।
২১. নশরতপুর ডিগ্রী কলেজ সরকারীকরণ।
২২. বৎসর পূর্বে প্রতিষ্ঠিত আদমদীঘি হাজী তাছের আহম্মেদ মহিলা কলেজ এমপিও ভুক্তিকরণ।
২৩. শহীদ সিরাজ খান মেমোরিয়াল একাডেমী এমপিও ভুক্তিকরণ।
২৪. শিববাটী বহুমুখী উচ্চ বিদ্যালয় এমপিও ভুক্তিকরণ।
২৫. রক্তদহ বিল সংস্কারের মাধ্যমে আশ্রয়ন প্রকল্ট স্থাপনে ব্যবস্থা গ্রহন।

>> সান্তাহার ডটকম/ইএন/২৬ ফেব্রুয়ারি ২০১৭ইং