দৈনিক সান্তাহার

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নেই শহীদ মিনার

shaid minar santaharসান্তাহার ডেস্ক:: সান্তাহারসহ আদমদীঘি উপজেলায় বেশির ভাগ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই। যার ফলে গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনেক শিক্ষার্থী ভাষা আন্দোলনের প্রকৃতি ইতিহাস থেকে বঞ্চিত হচ্ছে।
উপজেলা মাধ্যমিক ও শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলায় সরকারি ও বেসরকারি পর্যায়ে দেড় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।যার মধ্যে কলেজ ৭টি, হাই স্কুল ২৯টি, কারাগরী কলেজ ২টি, স্কুল অ্যান্ড কলেজ ১টি, মাদ্রাসা ১৪টি এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৯৮টি।অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে এখন পর্যন্ত কোন শহীদ মিনার নির্মিত হয়নি।
এই বিষয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা জানান, সরকারীভাবে কোন নির্দেশনা না পাওয়ায়, প্রতিষ্ঠান চত্বরে শহীদ মিনার নির্মান করেননি।আবার অনেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন জানান প্রয়োজনীয় অর্থের অভাবে তারা শহীদ মিনার নির্মান করতে পারেনি।
এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম জানান, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার থাকা উচিত।এ বিষয়ে বিভিন্ন সভায় প্রতিষ্ঠানের প্রধানদের শহীদ মিনার নির্মান করার ব্যাপারে অনেকবার তাগিদ দিয়েছি।প্রয়োজনে আবার অনুরোধ করব।

>> সান্তাহার ডটকম/ইএন/১১ মার্চ ২০১৭ইং