দৈনিক সান্তাহার

সান্তাহারের প্যানেল মেয়র দিবেন কর্মহীনদের প্রতিদিন ১০ কেজি চাল

সান্তাহার ডেস্ক :: সান্তাহার পৌর শহরের সাহেবপাড়া ও মালশনগ্রামে কর্মহীন হয়ে পড়া দিনমজুর, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতন।

নিজ উদ্যোগে সেসব পরিবারের মাঝে প্রতিদিন ১০ কেজি করে চাল বিতরণ শুরু করেছেন তিনি। মঙ্গলবার বিকেলে ২য় দিনে সান্তাহার সাহেবপাড়া মহল্লায় একশজনের মাঝে এ সব চাল বিতরণ করেন।

তিনি বলেন, অঘোষিত লকডাউন শেষ না হওয়া পর্যন্ত করোনা প্রতিরোধে ঘরে থাকা এসব কর্মহীন মানুষগুলোকে আমার নিজস্ব তহবিল থেকে প্রতিদিন ১০ কেজি করে চাল দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যে দুইদিন তাদের মধ্যে এসব চাল বিতরণ করা হয়েছে।

সান্তাহার ডটকম/১ এপ্রিল ২০২০ইং/ইএন