দৈনিক সান্তাহার

সান্তাহারে চলছে মাদকের জমজমাট ব্যবসা

santahar madokসান্তাহারে চলছে মাদকের জমজমাট ব্যবসা। বিভিন্ন পাড়া মহলায় অবাধে বেচাকেনা হচ্ছে ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল, মদ, ইয়াবা, গাঁজা, হেরোইনসহ নানা ধরনের মাদক।
শহরের ইয়ার্ড কলোনি, চা-বাগান, আম-বাগান, রথবাড়ী, সাহেব পাড়াসহ বসুন্ধরা বস্তির প্রায় দুই শতাধিক নারী-পুরুষ এই মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে বলে স্থানীয়রা জানায়।
জানা গেছে, সান্তাহার রেলওয়ে জংশন ও পৌর শহরে এক শ্রেণির মাদক ব্যবসায়ী প্রতিদিন ট্রেন ও সড়ক পথে হিলিসহ বিভিন্ন সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, ফেনসিডিল, হেরোইন, গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সান্তাহার পৌর শহরে নিয়ে এসে বিভিন্ন বস্তিতে অবস্থান নেয়। পরে ওই সব মাদকদ্রব্যর কিছু অংশ স্থানীয়ভাবে বিক্রি করার পর বেশ কিছু পরিমাণ মাদক আদমদীঘি, মুইল, সাওইল, নশরৎপুর, কুন্দুগ্রাম, ছাতিয়ানগ্রামসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন মাদক ব্যবসায়ী জানান, তাদের বিভিন্ন মহলকে ম্যানেজ করার জন্য মাসে ২০ থেকে ৫০ হাজার টাকা দিতে হয়। সন্ধ্যার পর আসক্তদের কারণে আশপাশের এলাকায় চলাচল করা দুরুহ হয়ে পড়ে।
সান্তাহার টাউন ফাঁড়ির উপ-পরিদর্শক সিদ্ধার্থ সাহা জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে তৎপরতা অব্যাহত রয়েছে।
সান্তাহার ডটকম/সান্তাহার ডটকম টিম/২৭-০৪-২০১৬ইং