প্রয়োজনীয় তথ্য

সান্তাহারে দেশের প্রথম বহুতল খাদ্যগুদাম

food santahar

সান্তাহারে দেশের প্রথম অত্যাধুনিক বহুতল খাদ্য গুদাম নির্মিত হয়েছে। সম্পূর্ণ শীতাতাপ নিয়ন্ত্রিত এ খাদ্যগুদাম। খাদ্যগুদামটিতে শতাধিক শ্রমিকের স্থায়ী কর্মসংস্থান। এছাড়া এখানে চাল থাকে সার্বক্ষণিক শীতাতপ নিয়ন্ত্রিত অবস্থায়। ফলে কোনো ঘাটতি হয় না। এ কারণে এ ব্যবস্থাকে নিরাপদ খাদ্য সংরক্ষণ ব্যবস্থা হিসাবে দাবি করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ২০১২ সালের মাঝামাঝি সময়ে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে নির্মাণ ঠিকাদার নিযুক্ত করা হয়। ওই বছরের ২৫ অক্টোবর খাদ্য অধিদপ্তরের সঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠানের চুক্তি হয়। আনুষ্ঠানিকতা শেষে ২০১৩ সালের জানুয়ারি মাসে এটির নির্মাণ কাজ শুরু করে জাপানের নির্মাণ প্রতিষ্ঠান শিমুজি কর্পোরেশন। এ খাদ্য গুদামের নির্মাণ ব্যয় নির্ধারণ করা হয় বাংলাদেশি টাকায় ২শ ৬৪ কোটি টাকা। সান্তাহার জংশন শহর থেকে প্রায় ২ কিলোমিটার দক্ষিণে পৌর এলাকার আমঝুপি এলাকায় সান্তাহার খাদ্যশস্য সাইলো (গম সংরক্ষণাগার) ক্যাম্পাসে দেশের প্রথম এ বহুতল খাদ্য গুদাম নির্মিত হয়। আপাতত এটি দ্বিতল ভবন। দু’টি দ্বি-তল ভবনে আছে ১৬টি কক্ষ।
সান্তাহার ডটকম/সান্তাহার ডটকম টিম/১৫-০৪-২০১৬ইং