দৈনিক সান্তাহার

সান্তাহারে পাতি মাদুর কারিগররা বেকার

Pati Madurসান্তাহার ডেস্ক:: আধুনিকতার ছোঁয়ায় সান্তাহারের মিশিনের তৈরি প্লাস্টিকের পাই দিয়ে তৈরি মাদুর এখন স্থানীয়সহ দেশের হাটবাজারগুলো দখল করে নিয়েছে। এর ফলে স্থানীয়ভাবে চাষ করা পাতির তৈরি মাদুর দিন দিন হারিয়ে যাচ্ছে। এতে বেকার হয়ে পড়ছে মাদুর তৈরি কাজে জড়িত শত শত নারী-পুরুষ শ্রমিক।
রঙিন প্লাকের পাইপের নকশা, বাহারি রংয়ের ভারতীয় প্রযুক্তির পাতির তৈরি মাদুর দেখতে সুন্দর ও টিকসই হওয়ায় সারাদেশে এখন ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। ফলে এর চাহিদা ও উৎপাদন ব্যাপক বৃদ্ধি পেয়েছে। সান্তাহার শহর পাশ্বর্বতী হেলালিয়ার ছাতনী ও এর আশেপাশে ভারত থেকে প্লাস্টিকের পাইপ তৈরি এবং মাদুর তৈরি ৮ থেকে ১০টি মেশিন আদানি করে এসব তৈরির জন্য কারখানা বসানো হয়েছে। এর চাহিদা মেটাতে রাত দিন কারখানাগুলো চলছে। এতে স্থানীয় চাষ করা পাতির চাহিদা কমে যাওয়ার ফলে বাজারে এর ভালো দাম না পাওয়ায় স্থানীয় চাষিরা পাতি চাষ করা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।

>> সান্তাহার ডটকম/ইএন/৩০ এপ্রিল ২০১৭ইং