আপডেট দৈনিক সান্তাহার সান্তাহার পৌরসভা

সান্তাহারে মূল্য বৃদ্ধির কারনে পাম্পগুলোতে কমে গেছে জ্বালানি তেল বিক্রি

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে  সান্তাহারে পেট্রোল পাম্পগুলোতে কমে গেছে জ্বালানি তেল বিক্রি। শুক্রবার রাতে মূল্য বৃদ্ধির খবরে যানবাহন চালকরা পাম্পগুলোতে ভিড় করলেও স্বল্প মজুদ ও আকস্মিকভাবে পাম্প বন্ধের কারণে অনেকেই তেল সংগ্রহ করতে পারেননি। তবে শনিবার সকাল থেকে পাম্পগুলোতে তেলের বিক্রি কমে গেছে। ভিড় নেই মোটর সাইকেলসহ অন্যান্য যানবাহনের।
এদিকে শুক্রবার রাত ১১টায় তেলের মূল্য বৃদ্ধির খবর শুনে বগুড়ার সান্তাহারের পাম্পগুলোতে তেল নিতে আসা ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। সরেজমিন সান্তাহার পৌর শহরের হবীর মোড় এলাকায় মেসার্স আনিকা পেট্রোল পাম্পে গিয়ে দেখা যায়, প্রায় তিন শতাধিক মোটরসাইকেল আরোহী তেল নিতে এসে ভিড় জামায়। কিন্তু পাম্প থেকে প্রত্যক মোটরসাইকেল আরোহীকে ১০০ টাকার তেল দেয়া হয়। তবে আনিকা ফিলিং স্টেশনে অতিরিক্ত ভিড় থাকায় পুলিশের উপস্থিতিতে তেল সরবরাহ করতে দেখা গেছে। তারা মাত্র এক ঘন্টার মধ্যে তিন শাতধীক গাড়িতে তেল সরবরাহ করেছেন। তবে অন্য পাম্পগুলোতে তেমন একটা তেল সরবরাহ করতে দেখা যায়নি। কেউ কেউ পাম্পের বিদ্যুৎ সংযোগের সুইচ বন্ধ রেখেছিলেন।
সান্তাহার আনিকা ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী আবদুল জলিল জানান, মূল্য বৃদ্ধির খবর শুনে বহু লোকজন তেল নিতে আসেন। প্রত্যকের গাড়িতেই তেল দেয়ার চেষ্টা করেছি। পরের দিন শনিবার সকাল থেকে পাম্পে আর ভিড় নেই।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম জানান, তেল সরবরাহের সময় কোনো প্রকার অপৃতিকর ঘটনা যেন না ঘটে এজন্য প্রত্যেক পাম্পে পুলিশ দেয়া হয়েছিল।