সান্তাহার ইউনিয়ন

সান্তাহার ইউনিয়ন পরিষদের গ্রামগুলো

up santahar

কালের স্বাক্ষী বহনকারী ঐতিহ্যবাহী অঞ্চল সান্তাহার ইউনিয়ন । সান্তাহার ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল। সান্তাহার ইউনিয়নের গ্রামগুলো- বামনীগ্রাম, উৎরাইল, জাহানাবাজ, কায়েতপাড়া কাশিমিলা, প্রসাদখালি, দমদমা, সান্দিড়া উত্তর, সান্দিড়া দক্ষিণ, কাশিপুর, পূর্বছাতনী, ঢেকড়া, পান্লা, পশ্চিম ছাতনী, কেল্লাপাড়া, পাইকপাড়া, প্রান্নাথপুর, দরিয়াপুর, চকজান। সান্তাহার ইউনিয়ন পরিষদের মোট জনসংখ্যা ২৮ হাজার ২২৬ জন আর আয়তন ৭.৭৪ বর্গমাইল।
সান্তাহার ডটকম/সান্তাহার ডটকম টিম/১৫-০৪-২০১৬ইং