দৈনিক সান্তাহার

সান্তাহার স্টেশনে দেড়শ’ ছিন্নমূলকে নিয়ে ডরিমনের ইফতার

সান্তাহার ডেস্ক :: সান্তাহার জংশন স্টেশন এলাকার দেড় শতাধিক ভিক্ষুক, পথশিশু ও পাগল শ্রেণীর ছিন্নমূল মানুষদের ইফতার করালো ডরিমন ক্যাফে নামের একটি রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। সম্প্রতি স্টেশনের প্লাটফর্মে সামাজীক দুরত্ব বজায় রেখে এসব ছিন্নমূল মানুষদের ইফতার করানো হয়।

সান্তাহার স্টেশন মাস্টার রেজাউল করিম ডালিম বলেন, সারাদেশের ন্যায় সান্তাহারও লকডাউন। এতে স্টেশন এলাকা জনশূণ্য হয়ে পড়ায় ছিন্নমূল মানুষদের রুটিরুজির জোগান দেয়া সম্ভব হচ্ছিলো না। গত ২৪ মার্চ থেকে আজিজুল হক রাজা নামের এক ব্যক্তি তাদের তিন বেলা খাবার খাওয়ানোর উদ্যোগ নেন। আর এতে ডরিমন ক্যাফের মতো আমরাও অনেকেই সহযোগীতার হাত বেড়ে দেই।

আজিজুল হক রাজা বলেন, ডরিমন ক্যাফে তাদের সাধ্যমতো এর আগেও সহযোগীতার হাত বেড়ে দিয়েছে। আজো দেড় শতাধিক মানুষকে ইফতার করালেন। তাছাড়া যে উদ্যোগ নিয়েছি তা করোনা সঙ্কট না কাটা পর্যন্ত অব্যহত থাকবে।

সান্তাহার ডটকম/১৩ মে ২০২০ইং/ইএন