দৈনিক সান্তাহার

হার্ভে স্কুলে ১৪৮ পাশ; ৫ ফেল

exam resultসান্তাহার ডেস্ক:: সান্তাহার হার্ভে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়; এবার সান্তাহারের সব স্কুল থেকে পাশের হারে এগিয়ে। স্কুলটির পাশের হার ৯৬ দশমিক ৭৩ শতাংশ। ২০১৭ সালের এসএসসি পরীক্ষায় স্কুলটি থেকে অংশ নেয় ১৫৩ জন শিক্ষার্থী; এর মধ্যে পাশ করেছে ১৪৮ জন। যার মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে পাস করেছে ৮৯ জন এবং কলা বিভাগ থেকে পাশ করেছে ৫৯ জন। অন্যদিকে স্কুলটি থেকে এবার ফেল (অকৃতকার্য) করেছে ৫ জন। ফেল করা শিক্ষার্থীরা সবাই কলা বিভাগের।

সান্তাহার হার্ভে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মোট জিপিএ ৫ পেয়েছে ২৭ জন। যার মধ্যে কলা বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে ১ জন এবং বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে ২৬ জন।

জিপিএ ৫ পেয়ে কৃতকার্য হওয়া এক শিক্ষার্থী সান্তাহার ডটকমকে বলেন, পরীক্ষার আগে অনেক পরিশ্রম করেছি। তাই এ প্লাস পেয়ে পাস করেছি। বাবা মা খুশি হয়েছে, আমি মহাখুশি কারণ তাদের মান সম্মান রাখতে পেরেছি।

>> সান্তাহার ডটকম/ইএন/৪ মে ২০১৭ইং