সান্তাহার ডেস্ক :: সান্তাহার পার্শ্ববর্তী ছাতিয়ানগ্রামে রাতের আধাঁরে দুস্থ, গরিব ও অসহায় মানুষের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন ‘ছাতিয়ানগ্রাম অনলাইন রক্তদান সংগঠন’ এর সদস্যরা। গত মঙ্গলবার রাতে ছাতিয়ানগ্রাম ইউপির বেশ কয়েকটি গ্রামে ঘুরে ১১০টি পরিবারের মাঝে ডাল, লবণ, তেল ও পেঁয়াজ বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ছাতিয়ানগ্রাম অনলাইন রক্তদান সংগঠনের সদস্য আফ্রিদী, শাওন, লুৎফর, সুমন, সুজন, রাফিক, রাব্বি, সিয়াম, দ্বিপ, নাহিদ, কাজল, মুন্না, জাহাঙ্গীর সহ আরো অনেকে।
ছাতিয়ানগ্রাম অনলাইন রক্তদান সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হাসিবুল ইসলাম শাকিল বলেন, মানুষের বিপদ মুহূর্তে বিনামূল্যে রক্তদান করি আমরা। করোনা সচেতনতায় ২ হাজার লিফলেট ও জীবাণুনাশক স্পে করেছি এলাকায়। কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি।
সান্তাহার ডটকম/১ এপ্রিল ২০২০ইং/ইএন
Add Comment