সান্তাহার ডেস্ক :: আদমদীঘিতে বজ্রপাতের বিকট শব্দ ও আলোর ঝলকানিতে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই সময় বজ্রপাতের ঘটনায় শপিং ব্যাগ কারখানার ৪জন শ্রমিক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপআদমদীঘিতে বজ্রপাতের বিকট শব্দ ও আলোর ঝলকানিতে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই সময় বজ্রপাতের ঘটনায় শপিং ব্যাগ কারখানার ৪জন শ্রমিক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বরবরিয়া গ্রামে ও সান্দিড়া সাইলো সড়কের পাশে পৃথক দুটি স্থানে ঘটনাটি ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার নশরতপুর ইউনিয়নের বরবরিয়া গ্রামের বাসিন্দা বুনকিন সরকার (৪৫) মাঠের জমিতে কাজ করতে যান। বিকেলে হঠাৎ করে বৃষ্টিসহ বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে একই সময় উপজেলার সান্তাহার সান্দিড়া গ্রামের সাইলো সড়কের পাশে রওশনের ব্যাগ কারখানা থেকে তার ৪ শ্রমিক বেরিয়ে আসা মাত্র বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলে শ্রমিক পপি রানী (৩০), এনামুল হক (২৮) ও আবু তোরাব হোসেন (১৩) ও শাহীন (১৮) মারাত্মক আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।আদমদীঘি থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
সান্তাহার ডটকম/১৯ জুন ২০২০ইং/এমএম
Add Comment