দৈনিক সান্তাহার

আদমদীঘিতে দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলা

science fairসান্তাহার ডেস্ক:: সোমবার দুপুরে বগুড়ার আদমদীঘিতে দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়ার্ডের উদ্বোধন করা হয়েছে। “উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি” বিষয়ক ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উৎযাপন উপলক্ষে উপজেলা সদরের ঈশ্বর পূর্ণ জয় (আইপিজে) উচ্চ বিদ্যালয়ে সোম ও মঙ্গলবার দুই দিন ব্যাপী এই মেলার উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল হাসান ও উপজেলা প্রাথমিক শিক্ষা (সম্পদ) কর্মকর্তা আব্দুল্লাহহেল কাফি প্রমুখ। মেলায় উপজেলার সান্তাহার মহিলা কলেজ, উপজেলার নসরতপুর উচ্চ বিদ্যালয় সহ প্রায় ১৭ শিক্ষা প্রতিষ্ঠান স্টল স্থাপন করে তাদের গবেষনা উপস্থাপন করে। এমেলায় বিজ্ঞান মনোস্ক বিপুল ছাত্রী-ছাত্রী ও সাধারণ দর্শনার্থীকে ভিড় করতে দেখা যায়।

>> সান্তাহার ডটকম/ইএন/২৪ এপ্রিল ২০১৭ইং