সান্তাহার ডেস্ক :: বগুড়ার আদমদীঘিতে মাজেদুল সরদার নামের চার বছর বয়সের এক শিশু ডোবার পানিতে ডুবে মারা গেছে। মাজেদুল উপজেলার নরশতপুর ইউনিয়নের শাঁওইল গ্রামের ইমামুল সরদারের ছেলে। মঙ্গলবার সন্ধ্যায় প্রতিবেশীর নির্মাণাধীন বাড়ির পাশের ডোবায় পড়ে গিয়ে এ মৃত্যুর ঘটনা ঘটে।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, সবার অজান্তে বিকেলে কোনো এক সময় শিশু মাজেদুল প্রতিবেশী অজিদ মিয়ার নির্মাণাধীন বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। মাজেদুলকে বাড়ির লোকজন দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির পাশের ডোবার পানিতে মৃত অবস্থায় শিশুটিকে দেখতে পেয়ে গ্রামবাসী তাকে উদ্ধার করে।আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
সান্তাহার ডটকম/ ২১ জুলাই ২০২০ইং /এমএম
Add Comment