সান্তাহার ডেস্ক :: বগুড়ার আদমদীঘিতে চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আব্দুল কুদ্দুস (৫৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। কুদ্দুস উপজেলার ছাতিয়ান গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। শুক্রবার সকালে আসামী কুদ্দুসকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, ২০০৭ সালে নওগাঁ সদর থানায় দ্রুত বিচার আইনে দায়েরকৃত মামলায় আব্দুল কুদ্দুস চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। তিনি দীর্ঘদিন পলাতক ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে আক্কেলপুর উপজেলার তিলকপুরের আব্দুল্লাহপুর গ্রাম থেকে অভিযান চালিয়ে থানার এএসআই শিবলু রহমান সঙ্গিয় ফোর্সসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামী কুদ্দুসকে গ্রেপ্তার করেন।আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন জানান, শুক্রবার সকালে আসামী কুদ্দুসকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সান্তাহার ডটকম /৩১ অক্টোবর ২০২০ইং / এমএম
Add Comment