আপডেট দৈনিক সান্তাহার সান্তাহার ইউনিয়ন

আদমদীঘিতে শুভসংঘ’র সভাপতি সুমন-সম্পাদক তুহিন

‘শুভ কাজে সবার পাশে’ প্রতিপাদ্যকে সামনে রেখে কালের কন্ঠ ‘শুভ সংঘ’ এর বগুড়ার আদমদীঘি উপজেলা শাখার আয়োজনে ঋষিপল্লীতে সুরক্ষা সামগ্রী বিতরনের মাধ্যমে নতুন কমিটির যাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার সান্তাহার পৌর শহরের সোনার বাংলা মার্কেটের ৩য় তলায় এক আলোচনা সভা হয়। সভায় ৪১ সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদী কমিটির ঘোষনা করা হয়েছে।
কমিটির প্রধান উপদেষ্টা হলেন- অবসরপ্রাপ্ত প্রকৌশলী বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপদেষ্টা নারী উদ্যোক্তা নাহিদ সুলতানা তৃপ্তি, বিশিষ্ট ব্যবসায়ী লায়ন ফরিদ আহমেদ, জিল্লুর রহমান কমল ও কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি তরিকুল ইসলাম জেন্টু।


কার্যনির্বাহী কমিটির সভাপতি হলেন- আমিনুল ইসলাম সুমন, সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম, সহসভাপতি শাহিনা জোয়ারদার, সাধারণ সম্পাদক আহসান হাবীব তুহিন, যুগ্মসম্পাদক তানভী রহমান তনু, আশিকুজ্জামান ছোটন, সাংগঠনিক সম্পাদক হাসিবুল ইসলাম শাকিল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনি সুলতানা, কোষাধ্যক্ষ এসএম রুবেল হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রফিকুল ইসলাম পারভেজ, সমাজকল্যাণ সম্পাদক লেমন মাহবুব, ক্রীড়া সম্পাদক সাগর আলী, নারী বিষয়ক সম্পাদক শাকিলা আক্তার, কার্যকরী সদস্য আমিনুল ইসলাম সোহাগ, মামুন হোসেন, এটিএম মনিরুজ্জামান বকুল, রঞ্জন কুমার, কামরুজ্জামান, উজ্জল হোসেন, তৌফিকুল ইসলাম নয়ন, শাওন, হামিদুর রহমান হীরা, শুভ চন্দ্র, জহুরুল, শুভ রায়, নাসির সরদার, আরাফাত, রুনা লায়লা, জুয়েল রানা, মোস্তাকিন, ভজন কুমার খোকন, আনছার আলী, শাকিল হোসেন, বিদ্যুৎ, আব্দুস সাত্তার, তপন কুমার, কাঞ্চন খান, তানজিম মাহমুদ, হাবীব, মুক্তা, আবু সাঈদ, ছায়া ও শাহ সুলতান মাহমুদ। ওই দিন উপজেলার সান্তাহার ইউপির সান্দিড়া ঋষিপল্লীতে দুই শতাধীক পরিবারের সদস্যদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে উপস্থিত সকলের মাঝে সুরক্ষা সামগ্রী হিসেবে সাবান, হুইল পাউডার ও মাস্ক বিতরণ করা হয়।