সান্তাহারের বাহিরে

আদমদীঘিতে ১৪ বছর আগে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সান্তাহার ডেস্ক ::  ১৪ বছর আগে ডাকাতির মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে বগুড়ার আদমদীঘি থানা পুলিশ। শুক্রবার রাতে সাওইল বাজার এলাকা থেকে পলাতক মজনুকে (৪৫) গ্রেপ্তার করে শনিবার সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়।

উপজেলার নশরতপুর ইউনিয়নের দেলুঞ্জ গ্রামের আনছার আলীর ছেলে মজনুর বিরুদ্ধে ডাকাতি মামলা ছাড়াও তার বিরুদ্ধে থানায় চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে বলে অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানায়।

পুলিশ জানায়, আদমদীঘি থানার ২০০৬ সালের একটি ডাকাতি মামলায় একই সালে বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আসামি মজনুর অনুপস্থিতিতে বিচারকার্য করে দ্রুত বিচার আইনে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানার আদেশ দেন। রায়ের পর থেকেই মজনু পলাতক ছিলেন।

শুক্রবার গোপন সংবাদের ভিক্তিতে থানার উপ-পরিদর্শক ছোলায়মান আলী শাওইল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পরদিন শনিবার আদালতে পাঠান।

সান্তাহার ডটকম/ ০৩ অক্টোবর ২০২০ইং/এমএম