সান্তাহারের বাহিরে

জীবন সংগ্রামে সফল আদমদীঘির ৫ জয়িতাকে সম্মাননা

সান্তাহার ডেস্ক :জীবিকার অদম্য ইচ্ছাশক্তি দমাতে পারেনি তাদের কাউকে। দীর্ঘ লড়াই সংগ্রাম করে সমাজে টিকে আছেন তারা আপন মর্যাদায়। বগুড়ার আদমদীঘি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কর্মসূচির আওতায় পাঁচ ক্যাটাগড়িতে পাঁচজন সংগ্রামী নারী নির্বাচিত হন জয়িতা হিসেবে।

এরা হলেন প্রিয়তমা দাস, শাহারা বেগম, ফাতেমা খাতুন, সুলতানা আক্তার ও জাহানারা বেগম। এ উপলক্ষে গতকাল সোমবার দুপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহি অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার ফারুক আহমেদ, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারি, ওসি জালাল উদ্দীন প্রমূখ। সভা শেষে পাঁচ জন জয়িতাকে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

সান্তাহার ডটকম/ ১০ ডিসেম্বর ২০১৯/এমএম