সান্তাহার পৌরসভা

সান্তাহারে লকডাউনে বন্ধ চা দোকান

সান্তাহার ডেস্ক :: করোনায় লকডাউন সান্তাহার। প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছে না। চলছে প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর টহল। সবাইকে নিরাপদ রাখতে চলছে লকডাউন। আর এই লকডাউনে বন্ধ হয়েছে সান্তাহারের সব চা দোকান। এর সংখ্যা হবে কয়েক হাজার। চা-দোকান বন্ধ থাকায় যারা চা পিপাসুরাও বিপাকে পরেছেন। যে সব প্রতিষ্ঠান জরুরিভাবে খোলা রয়েছে তারা বর্তমানে নিজেরাই চা বানিয়ে পান করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, বর্তমান পরিস্থিতিতে বাইরে চা পান করা ভালো সেটা জানি কিন্তু বাইরে চা পান করতে করতে আমরা অভ্যস্ত হয়ে পড়েছি। এখন চা দোকান খোলা রাখাও সম্ভব নয় সেটাও বুঝতে পারছি কারণ লকডাউনে সবাইকে বাসাতে থাকতে হবে কিন্তু জরুরিভাবে আমাদের কিছু দোকান এবং প্রতিষ্ঠান খোলা। আমাদের বের হতেই হচ্ছে। তাই চা পান করতে ইচ্ছা হলে এখন দোকানে বসেই চা বানিয়ে আমরা খাচ্ছি। অবশ্য এখন ওয়ান টাইম গ্লাস ব্যবহার করা হচ্ছে। কারণ সময়টা এখন সচেতন থাকার।

সান্তাহার ডটকম/৩০ মার্চ ২০২০ইং/ইএন